ঋতাভরী চক্রবর্তীর জীবনী | Ritabhari Chakraborty Biography in Bengali

ঋতাভরী চক্রবর্তীর জীবন পরিচয়, ঋতাভরী চক্রবর্তীর জীবনী, পরিবার, বাবা, মা, ভাই, প্রেমিক, নতুন সিনেমা, বয়স, মডেলিং, অভিনেতা, উচ্চতা, পরবর্তী সিনেমা (Ritabhari Chakraborty Biography In Bengali, Ritabhari Chakraborty Biography, Family, Father, Mother, Boyfriend, Sister, Age, Brother, Height, New Movies, Model, Upcoming Movies).

Ritabhari Chakraborty Biography in Bengali
ছবির উৎস: ঋতাভরীর ইনস্টাগ্রাম 

ঋতাভরী চক্রবর্তী একজন ভারতীয় বাঙালি মডেল এবং অভিনেত্রী। বাংলা সিনেমার সাথে ঋতাভরী হিন্দি সিনেমাতেও কাজ করেছেন। 2009 সালে বাংলা সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করেন ঋতাভরী। এরপর তিনি 2014 বারো পর্দায় আত্মপ্রকাশ করেন। এছাড়াও তিনি একটি NGO চালান। ঋতাভরী তার নিজের জীবন যাত্রা এবং অভিজ্ঞতা TEDX এবং Josh Talks এর ইভেন্টে শেয়ার করেছেন।

ঋতাভরী চক্রবর্তীর জীবন পরিচয় 

আসল নাম ঋতাভরী চক্রবর্তী
স্ক্রিন নাম ঋতাভরী চক্রবর্তী
ডাক নাম পলিন
বয়স (1-1-2024 অনুযায়ী) 31 বছর
পেশা অভিনয়, মডেলিং, প্রযোজক
নাগরিকত্ব ভারতীয়
জন্ম তারিখ 26 জুন 1992
জন্মস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
রাশি কর্কট
হোমটাউন কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
স্কুল হরিয়ানা বিদ্যা মন্দির, কলকাতা
কলেজ/বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা
শিক্ষাগত যোগ্যতা ইতিহাসে স্নাতক
ধর্ম হিন্দু
পরিবার  বাবা- উৎপলেন্দু চক্রবর্তী
মা- শতরূপা সান্যাল
ভাই- না
বোন- চিত্রাঙ্গদা চক্রবর্তী
প্রথম অভিনয় 

টিভি সিরিয়াল: ওগো বধূ সুন্দরী (2009)
সিনেমা:
বাংলা- ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা (2014)
হিন্দি- পরি (2018)

বৈবাহিক অবস্থা অবিবাহিত
পারিশ্রমিক (আনুমানিক)  সিনেমা প্রতি 20-30 লক্ষ টাকা

ঋতাভরী চক্রবর্তীর জন্ম এবং পরিবারের তথ্য 

ঋতাভরী চক্রবর্তী 1992 সালে 26 জুন পশ্চিমবঙ্গের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা উৎপলেন্দু চক্রবর্তী একজন ফিল্মমেকার এবং থিয়েটার ব্যাক্তি এবং তার মা শতরূপা সান্যাল একজন পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং সমাজসেবী। এছাড়াও ঋতাভরীর একটি ছোট বোন আছে যার নাম চিত্রাঙ্গদা চক্রবর্তী।

ঋতাভরী চক্রবর্তীর পড়াশুনা 

ঋতাভরী কলকাতার হরিয়ানা বিদ্যা মন্দির স্কুল থেকে পড়াশুনা শেষ করে এবং এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং মাস্টর ডিগ্রী করেন। ঋতাভরী তার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস এবং বাংলাতে সর্বভারতীয় স্তরে শীর্ষ স্থান অধিকার করেন। 2021 এ ঋতাভরী ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া, লস এঞ্জেলেস থেকে স্নাতক করেন। সেখানে তিনি UCLA প্রফেশনাল প্রোগ্রামে যোগদান করেন UCLA স্কুল অফ থিয়েটার, ফিল্ম এবং টেলিভিশনে। এছাড়াও ঋতাভরীর বহুসংস্কৃতিক নাটক কালার্স অফ সাইলেন্স এর জন্য ক্যামেরা পিচ প্রতিযোগিতায় অভিনয় জিতেছেন।

ঋতাভরী চক্রবর্তীর শারীরিক বিবরণ 

উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি
ওজন 60 কেজি
শারীরিক পরিমাপ 32-28-32
চোখের রং বাদামী
চুলের রং হালকা বাদামী

ঋতাভরী চক্রবর্তীর ক্যারিয়ার (Ritabhari Chakraborty Career)

ঋতাভরী মডেলিং দিয়ে তার জীবন শুরু করেন। এরপর তিনি বাংলা সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করে সিরিয়াল এবং সিনেমাতে তার অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন। নিচে তার ক্যারিয়ারের সম্পূর্ণ বিবরণ দেওয়া হলো :-

ঋতাভরী চক্রবর্তীর মডেলিং এবং টিভি সিরিয়াল ক্যারিয়ার 

ঋতাভরী স্কুলে পাড়ার সময় থেকেই মডেলিং ক্যারিয়ার শুরু করেন। ঋতাভরী তার মাধ্যমিক পরীক্ষার পর মাত্র 15 বছর বয়সে 2009 সালে বাংলা টিভি সিরিয়ালে আত্মপ্রকাশ করেন স্টার জলসা চ্যানেলের ‘ওগো বধূ  সুন্দরী’  সিরিয়ালে। সিরিয়ালটি খুবই জনপ্রিয়তা লাভ করে এবং ঋতাভরীর অভিনয় এবং সৌন্দর্য দর্শকদের মন জয় করে। সিরিয়ালটি এতটাই জনপ্রিয় হয়েছিল যার কারনে এই সিরিয়ালের হিন্দি রিমেক তৈরি হয় ‘সাশুরাল গেন্দা ফুল’ নামে। অভিনয়ের সাথে সাথে ঋতাভরী তার হাই স্কুলের পড়াশুনা চালিয়ে যান। এরপর ঋতাভরী 2014 সালে স্টার জলসা চ্যানেলে ‘চোখের তারা তুই’ নামে আরও একটি সিরিয়ালে কাজ করেন।

এছাড়াও ঋতাভরী যোজক নামে থিয়েটার গ্রূপের সাথে যুক্ত। তিনি গৌতম হালদার পরিচালিত ঠাকুরের নষ্টনীরের একটি নাট্য রূপান্তরে চারুলতার চরিত্রে অভিনয় করেন।

ঋতাভরী চক্রবর্তীর ফিল্মি ক্যারিয়ার 

ঋতাভরী 2012 সালে তবুও বসন্ত সিনেমা দিয়ে তার ফিল্মি ক্যারিয়ার শুরু করেন। সিনেমাটি পরিচালনা করেন দেবজিৎ ঘোষ এবং তার মা শতরূপা সান্যাল। এছাড়াও সিনেমাটিতে রুদ্রনীল ঘোষ, রাহুল ব্যানার্জী, রজতাভ দত্তর মতো অভিনেতারাও কাজ করেছেন। কিন্তু সিনেমাটি 2012 তে মুক্তি না পেয়ে 2018 সালে 27 জুলাই মুক্তি পাই।

এরপর 2014 সালে তার শতরূপা সান্যালের পরিচালনায় ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা সিনেমাতে তার প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে। একই বছর 2014 সালে সৃজিত মুখার্জী পরিচালিত চতুষ্কোন সিনেমাতেও করেন। এরপর ঋতাভরী অনেক বাংলা সিনেমাতে অভিনয় করেছেন যেমন বাওয়াল, কলকাতায় কলম্বাস, শেষ থেকে শুরু, এফ আই আর, টিকি টাকা ইত্যাদি।

বাংলা সিনেমার পাশাপাশি ঋতাভরী হিন্দিতেও কাজ করেছেন। 2017 সালে রাকেশ রঞ্জন কুমার পরিচালিত ‘ন্যাকেড’ (Naked) শর্ট ফিল্মে অভিনয় করেন। এছাড়াও তার সাথে এই শর্ট ফিল্মে কালকি কোয়েচলিনও অভিনয় করেন।

ঋতাভরী 2018 তে প্রসিত রায় পরিচালিত হিন্দি ভূতের সিনেমা পরি (Pari) তে অভিনয় করেন যেখানে অনুষ্কা শর্মা কে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাই। এছাড়াও সিনেমাটিতে পরমব্রত চ্যাটার্জী কেও অভিনয় করতে দেখা যাই।

ঋতাভরী 2017 তে আয়ুষ্মান খুরানার সাথে একটি মিউজিক ভিডিও তে কাজ করেন ‘ওরে মন’ যেটি প্রডিউস করেন তার নিজের প্রোডাকশন কোম্পানি SCUD.

ঋতাভরী চক্রবর্তীর সমস্ত সিনেমার তালিকা 

সাল (Year) সিনেমা (Film)
2014 ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা
2014 চতুষ্কোন
2015 বাওয়াল
2015 বারুদ
2015 অন্য অপালা
2016 কলকাতায় কলম্বাস
2017 ন্যাকেড (হিন্দি, ইংলিশ শর্ট ফিল্ম)
2018 পরি (হিন্দি)
2018 ওয়াচমেকার (বাংলা, ইংরেজি)
2018 তবুও বসন্ত
2018 শ্রীমতী ভয়ঙ্কারি
2018 পেইন্টিং লাইফ (ভারতীয় ইংরেজি ফিল্ম)
2019 ফুল ফর লাভ (হিন্দি শর্ট ফিল্ম)
2019 শেষ থেকে শুরু 
2019 ব্রকেন ফ্রেম (হিন্দি শর্ট ফিল্ম)
2020 ব্রহ্মা জানেন গোপন কম্মতি
2020 হাউ এবাউট এ কিস (ইংলিশ শর্ট ফিল্ম)
2020 টিকি টাকা
2021 এফ আই আর
2023 ফাটাফাটি
2024 বহুরূপী 

ঋতাভরী চক্রবর্তীর নতুন/পরবর্তী সিনেমা 

বহুরূপী 

ঋতাভরী চক্রবর্তীর পারিশ্রমিক এবং মোট সম্পত্তি (Ritabhari Chakraborty Salary and Net Worth)

ঋতাভরী সিনেমা প্রতি আনুমানিক 20-30 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়া তিনি বিভিন্ন বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড প্রমোশন থেকেও ইনকাম করেন। এবং তার মোট সম্পত্তির পরিমান আনুমানিক 10 কোটি টাকা।

ঋতাভরী চক্রবর্তীর পছন্দ এবং শখ 

প্রিয় অভিনেতা কুনাল করন কাপুর
প্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন
প্রিয় গায়ক অনুপম রায়
প্রিয় খাবার মাছ, চিকেন টিক্কা, বার্গার
প্রিয় রং লাল, গোলাপি, সবুজ
প্রিয় জায়গা শিকাগো
শখ গান শোনা, ঘুমানো, হর্স রাইডিং, নাচ করা 

ঋতাভরী চক্রবর্তীর জীবন সম্পর্কে কিছু মজার তথ্য 

  • ঋতাভরী 15 বছর বয়স থেকে মডেলিং এবং টিভি সিরিয়াল করা শুরু করেন।
  • ঋতাভরী এডভার্টাইসিং ইন্ডাসট্রিতে খুবই পরিচিত।
  • ঋতাভরী 2018 তে টাইমস অফ ইন্ডিয়া দ্বারা পূর্বের মোস্ট ডিজায়রেবেল ওম্যান এর ভোট পেয়েছিলেন এবং এর পাশাপাশি অনেক বলিউড অভিনেত্রীকে পিছনে ফেলে দেশের সেরা 50 ডিজায়রেবেল ওম্যান এর একজন ছিলেন।
  • ঋতাভরী অনেক কোম্পানির মডেল হিসাবে করেছেন যেমন গ্যাপ, সানসিল্ক, টিন্ডার, জোভেজ হার্বাল, ট্রেন্ডস, লাক্স, কল্যান জুয়েলার্স ইত্যাদি।
  • তিনি 2017 তে আয়ুষ্মান খুরানার সাথে একটি মিউজিক ভিডিও তে কাজ করেন ‘ওরে মন’
  • ঋতাভরী তার মায়ের সাথে মিলে একটি NGO চালান SCUD নামে। এখানে তারা পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া গ্রামের মানুষের জন্য মাসে মাসে হেলথ ক্যাম্প, সাংকৃতিক কাজকর্ম, আর্থিকভাবে সাবলম্বী হওয়ার ট্রেনিং এর পরিষেবা দেওয়ার লক্ষে কাজ করেন।
  • ঋতাভরী ভারতের সবথেকে কম বয়সে প্রযোজক হিসাবে করেন এবং 2017 তে তার প্রযোজনায় হিন্দিতে ন্যাকেড শর্ট ফিল্ম টি করেন।যেখানে তিনি নিজেও অভিনয় করেন।

FAQ

প্রশ্নঃ ঋতাভরী চক্রবর্তী কে ?
উত্তরঃ একজন ভারতীয় বাঙালি মডেল এবং অভিনেত্রী।

প্রশ্নঃ ঋতাভরী চক্রবর্তীর বয়স কত ?
উত্তরঃ 31 বছর (1-1-2024 অনুযায়ী)

প্রশ্নঃ ঋতাভরী কবে অভিনয় জীবন শুরু করেন ?
উত্তরঃ 2009 সালে মাত্র 15 বছর বয়সে ওগো বধূ সুন্দরী সিরিয়াল দিয়ে।

প্রশ্নঃ ঋতাভরী কবে জন্ম গ্রহণ করেন ?
উত্তরঃ 26 জুন 1992

প্রশ্নঃ ঋতাভরী চক্রবর্তীর উচ্চতা কত ?
উত্তরঃ 5 ফুট 8 ইঞ্চি

আরও পড়ুন :

  • রুক্মিণী মৈত্রের জীবন পরিচয়
  • জিৎ এর জীবন পরিচয়
  • দেবের জীবন পরিচয়

    Post a Comment

    0 Comments