দেবের (দীপক অধিকারী) জীবনী | Dev Biography In Bengali

দেবের জীবনীদেবের জীবন পরিচয়, দেবের বায়োগ্রাফি, দেবের জীবন কাহিনীপরিবার, বাবা, মা, বোন, প্রেমিক, নতুন সিনেমা, রাজনীতি (Dev Biography in Bengali, Dev Biography, Family, Father, Mother, Sister, Girlfriend, Age, New Movie, Upcoming Movie, Political Career).

Dev Biography In Bengali

দেব একজন জনপ্রিয় ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা, প্রযোজক, গায়ক এবং ফিল্ম লেখক। এছাড়াও দেব ভারতের পার্লামেন্টের একজন সদস্য। তিনি ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেন। তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা। বর্তমানে দেব বাংলা সিনেমায় সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে একজন।

দেবের জীবন পরিচয় (Dev Wiki Bio in Bengali)

আসল নাম দীপক অধিকারী
স্ক্রিন নাম দেব
ডাকনাম রাজু, দেব
পেশা অভিনয়, প্রযোজক, রাজনীতি
বয়স (1-1-2024 অনুযায়ী) 41 বছর
নাগরিকত্ব ভারতীয়
জন্ম তারিখ 25 ডিসেম্বর 1982
জন্মস্থান কেশপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত
রাশি মকর
হোমটাউন চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত
স্কুল পুরুষোত্তম হাই স্কুল, বান্দ্রা, মুম্বাই
কলেজ/বিশ্ববিদ্যালয় ভারতীয় বিদ্যাপীঠ ইউনিভার্সিটি, পুনে
শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা
ধর্ম হিন্দু
পরিবার  বাবা - গুরুদাস অধিকারী
মা - মৌসুমী অধিকারী
ভাই - না 
বোন - দীপালি অধিকারী
প্রথম সিনেমা অগ্নিশপথ (2006)
বৈবাহিক অবস্থা  অবিবাহিত
পারিশ্রমিক (আনুমানিক) সিনেমা প্রতি 1-1.5 কোটি টাকা
মোট সম্পত্তি (আনুমানিক) 40 কোটি টাকা

 

দেবের জন্ম এবং পরিবারের তথ্য (Dev Birth and Family Details)

দেব 25 ডিসেম্বর 1982 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর গ্রামে একটি সাধারন মধ্যবিত্ত পরিবারে দীপক অধিকারী নামে জন্মগ্রহণ করেন। দেবের বাবা গুরুদাস অধিকারী যিনি একটি খাবার ক্যাটারিং পরিষেবাতে কাজ করতেন এবং তার মা মৌসুমী অধিকারী একজন গৃহকর্মী ছিলেন। তার ডাক নাম রাজু । দেবের একটি ছোট বোন আছে দীপালি অধিকারী যিনি বিবাহিতা।

দেবের পড়াশুনা (Dev Education)

ছোট বেলাতেই দেব মুম্বাই চলে যাই এবং সেখান থেকেই তার পড়াশুনা শেষ করে। দেব বান্দ্রারার পুরুষোত্তম হাই স্কুল থেকে স্কুল জীবনের পড়া শেষ করে। স্কুলে দেব একজন ভালো ছাত্র ছিল। তারপর তিনি পুনের ভারতীয় বিদ্যাপীঠ ইউনিভার্সিটির অন্তর্গত জহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ টেকনোলজি (পলিটেকনিক ) কলেজ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করেন 2003 সালে। এছাড়াও দেব কিশোর নমিত কাপুর এক্টিং একাডেমী থেকে অভিনয়ের কোর্স করে।

দেবের শাররীক বিবরণ (Dev Physical information)

উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি
ওজন 85 কেজি
শারীরিক পরিমাপ (আনুমানিক) বুক- 44 ইঞ্চি 
কোমর- 33 ইঞ্চি 
বাইসেপ- 15 ইঞ্চি 
চোখের রং ডার্ক ব্রাউন
চুলের রং কালো

 

দেবের প্রাথমিক জীবন (Dev Early Life)

প্রথম জীবনে দেবর অনেক কষ্টে এবং প্রবলেমের মধ্যে কেটেছে। দেবের ছোটবেলা কিছু সময় তার মামার কাছে চন্দ্রকোনাতে কাটিয়ে মুম্বাই চলে যায়। ছোট থেকেই দেব সিনেমার শুটিং দেখতে যেতেন আব্বাস মাস্তান এবং প্রকাশ ঝা এর সেটে। দেব একটি ইন্টারভিউ তে বলে যখন তার বাবা অন্যান্য জিনিস নিয়ে ব্যাস্ত থাকতেন তখন তাকেই সবকিছু দেখতে হতো। যদিও দেব রান্না করতে পারতেন না তাই তিনি তার বাবার হয়ে মুদিখানা এবং তত্বাবধনের কাজ করতেন। তিনি আরো বলেন তার জীবনে এমনও সময় এসেছে যে সে থালা ধোয়া এবং পরিবেশনাও করতে হয়েছে। দেব তার কলেজ শেষ করে মুম্বাই চলে এসে আব্বাস মাস্তানের টারজান দ্য ওয়ান্ডার কার সিনেমার সেটে দর্শক হিসাবে অভিনয় জীবন শুরু করে।

দেবের অভিনয় জীবন (Dev Acting Career)

দেব তার অভিনয় জীবন শুরু করেন 2006 সালে অগ্নিশপথ সিনেমা দিয়ে যেটি পরিচালনা করেছিলেন প্রবীর নন্দী। সিনেমা তে দেব রচনা ব্যানার্জির বিপরীতে কাজ করেন। তবে তার প্রথম সিনেমা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারিনি। এরপর দেব 2007 এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রোডাকশন হাউসে রবি কিনাগীর পরিচালনায় আই লাভ ইউ সিনেমা করে। এই সিনেমাটি বক্স অফিসে ভালো পারফরমেন্স করে। এই সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলার পরও দেব 14 মাস কোন কাজ পায়নি। তারপর দেব আবার মুম্বাই চলে যাই নিজেকে তৈরি করতে, অভিনয় শিখতে, ডান্স শিখতে। এছাড়াও দেব বলিউডের ফাইট কোরিওগ্রাফার এজাজ গুলাবের অধীনে প্রশিক্ষণ নেন।

2009 এ রাজ চক্রবর্তীর পরিচালনায় অ্যাকশন রোমান্স ‘চ্যালেঞ্জ’ সিনেমা করে। যেখানে তার বিপরীতে অভিনয় করে শুভশ্রী গাঙ্গুলি। এই সিনেমাটি দেবের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সিনেমাটি ব্লকবাস্টার হিট হয় এবং দেবের জনপ্রিয়তা বেড়ে যাই। এই সিনেমার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

এরপর দেব পর পর সুপারহিট সিনেমা দিতে থাকে। রোমিও, পাগলু, পাগলু 2, রংবাজ, চাঁদের পাহাড়, খোকাবাবু, চ্যাম্প, ককপিট, সাঁঝবাতি, টনিক, শুধু তোমারই জন্য, গোলন্দাজ সিনেমা ছাড়াও আরো অনেক হিট সিনেমা করেছে। নিচে দেবের সমস্ত সিনেমার তালিকা দেওয়া হলো :-

দেবের সমস্ত সিনেমার তালিকা (Dev Movie List)

সাল সিনেমা
2006 অগ্নিশপথ
2007 আই লাভ ইউ
2008 মন মানে না
2008 প্রেমের কাহিনী
2009 চ্যালেঞ্জ
2009 পরান যাই জালিয়া রে
2009 দুজনে
2010 বলো না তুমি আমার
2010 লে ছক্কা
2010 দুই পৃথিবী
2010 সেদিন দেখা হয়েছিল
2011 পাগলু
2011 রোমিও
2012 খোকাবাবু
2012 পাগলু 2
2012 চ্যালেঞ্জ 2
2013 খোকা 420
2013 রংবাজ
2013 চাঁদের পাহাড়
2014 বুনো হাঁস
2014 বিন্দাস
2014 যোদ্ধা
2015 হিরোগিরি
2015 শুধু তোমারই জন্য
2015 আরশিনগর
2016 কেলোর কীর্তি
2016 লাভ এক্সপ্রেস
2016 জুলফিকার
2017 চ্যাম্প
2017 ককপিট
2017 আমাজন অভিযান
2018 কবির
2018 হইচই আনলিমিটেড
2019 কিডন্যাপ
2019 পাসওয়ার্ড
2029 সাঁঝবাতি
2021 গোলন্দাজ
2021 টনিক
2022 কিশমিশ
2022 কাছের মানুষ
2022 প্রজাপতি
2023 ব্যোমকেশ ও দুর্গ রহস্য
2023 বাঘাযতীন
2023 প্রধান
2024 টেক্কা 
2024 খাদান 
 
 

প্রোযোজক দেব (Producer Dev)

অভিনয় জীবনে সফলতার পর দেব 2017 সালে তার বাবার সাথে নিজের প্রোডাকশন হাউস খোলে Dev Entertainment Ventures Pvt. Ltd. নামে। বাংলা সিনেমাতে নতুন কিছু করতে, নতুন প্রতিভা নিয়ে আসতে দেব নিজের প্রোডাকশন হাউস তৈরি করে। দেব নিজেও তার প্রোডাকশন হাউস এর অধীনে অনেক সিনেমা করেছে।

অভিনয় জগতে দেবের অন্যান্য কাজ

দেব প্রধান চরিত্রে অভিনয় করা ছাড়াও বেশ কিছু সিনেমাতে অতিথি শিল্পী হিসাবেও কাজ করেছে। বড় পর্দার সাথে দেব টেলিভিশিনেও বেশ কিছু ছোট কাজ করেছে। 2011 সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় সানান্দা টিভি তে সবিনয় নিবেদন সিরিয়ালে অতিথি শিল্পী হিসাবে কাজ করে। 2010, 2011 তে দেব বাংলার সবথেকে বড় হাসির শো জী বাংলাতে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জের এ অতিথি হিসাবে আসে। এছাড়াও দেব জী বাংলার জনপ্রিয় ডান্স শো ডান্স বাংলা ডান্সের অষ্টম সিজনে প্রধান কোচ এবং বিচারকের ভূমিকায় কাজ করে।

দেবের পরবর্তী সিনেমা (Dev Upcoming Cinema)

টেক্কা 

খাদান 

কমান্ডো

রঘু ডাকাত

খেলাঘর

ধূমকেতু

দেবের রাজনৈতিক জীবন (Dev Political Career)

2014 সালে দেব তৃণমূল কংগ্রেস পার্টি যোগ দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। দেব 2014 সালের লোকসভা ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। ঠিক তার 2 বছর পর দেব তার প্রথম বক্তৃতা দেয় লোকসভা পার্লামেন্ট ভবনে। যেখানে দেব ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে বাংলা ভাষায় বলেন। এরপর দেব 2019 এর লোকসভা ভোটেও তৃণমূল কংগ্রেসের হয়ে আবারও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। 2024 সালে তিনি তৃতীয় বার  ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে দাঁড়ান এবং নির্বাচনে জিতে তৃতীয় বারের জন্য সাংসদ হন। 

দেবের প্রেমিকা, স্ত্রী (Dev Girlfriend, Wife)

বর্তমানে দেব অবিবাহিত। তবে তার সাথে অভিনেত্রী রুক্মিণী মৈত্র এর সম্পর্ক রয়েছে।

দেবের পছন্দ এবং শখ (Dev Likes and Hobbies)

প্রিয় অভিনেতা রাজ্ কাপুর, রাজেশ খান্না, গোবিন্দা, অভিষেক বচ্চন
প্রিয় অভিনেত্রী রুক্মনী মৈত্র
প্রিয় খাবার চিকেন বিরিয়ানি
প্রিয় রং লাল এবং নীল
প্রিয় খেলা ক্রিকেট
প্রিয় পারফিউম লাকোস্তে
শখ পড়া, জিম করা

দেবের পারিশ্রমিক এবং মোট সম্পত্তি (Dev Salary and Net Worth)

দেব বাংলা সিনেমার বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে একজন। দেব সিনেমা প্রতি পারিশ্রমিক হিসাবে আনুমানিক 1-1.5 কোটি টাকা নিয়ে থাকেন। এছাড়া তিনি বিভিন্ন বিজ্ঞাপন এবং  ব্র্যান্ড প্রমোশন থেকেও ইনকাম করেন। সাংসদ হওয়ার জন্য তিনি এক লক্ষ টাকা করে প্রতি মাসে মাইনে পান। তাছাড়াও তার একটি রেস্তোরা রয়েছে। তার কলকাতার সিটির প্রিন্স আনোয়ার শাহ রোডে টাওয়ার 4 এর 29 ফ্লোরে একটি 1.54 কোটি টাকার একটি ফ্লাট রয়েছে যেটি তিনি 25 জুন 2010 সালে কেনেন এবং  টাওয়ার 5 এর 14 ফ্লোরে একটি 3.1 কোটি টাকার একটি ফ্লাট রয়েছে যেটি তিনি 21 মার্চ 2017 সালে কেনেন। এছাড়া তার কলকাতার আনন্দপুরে আরবনা কমপ্লেক্সের  টাওয়ার 3-এ 13.32 কোটি টাকার একটি ফ্লাট রয়েছে যেটি তিনি 19 অক্টোবর 2010 সালে কেনেন এবং নিউ টাউন এরিয়ার ভেদিক ভিলেজ শিখরপুরে 1.75 কোটি টাকার একটি বাংলো রয়েছে যেটি তিনি 2 জুন 201সালে কেনেন। তার কাছে একটি মার্সেডিস বেঞ্জ, BMW এবং হুন্ডাই ইলান্ট্রা গাড়ি রয়েছে। দেবের মোট সম্পত্তির পরিমান আনুমানিক 40 কোটি টাকা।

দেবের জীবন সম্পর্কে কিছু মজার তথ্য (Interesting Facts Related to Dev)

  • দেব তার বোনের সাথে তাদের মামার সাথে চন্দ্রকোণাতে থাকতো।
  • স্কুলের গরমের ছুটিতে দেব তার বাবার সাথে সিনেমার শুটিং দেখতে যায় ‘Prahaar: The Final Attack‘ (fame Nana Patekar) সিনেমার।
  • প্রথম জীবনে তাকে থালা ধোয়া এবং খাবার পরিবেশনাও করতে হয়েছে যখন তার বাবা ব্যাস্ত থাকতো অন্য কাজে।
  • দেব 2004 সালে জীবন শুরু করেন Taarzan: The Wonder Car সিনেমার শ্যুটিংয়ের দর্শক হিসাবে।
  • দেব মুম্বাইয়ের কিশোর নমিত কাপুর এক্টিং একাডেমী থেকে অভিনয় সেখেন।
  • দেবের নিজের প্রোডাকশন হাউস আছে Dev Entertainment Ventures Pvt. Ltd. নামে।
  • দেব অনেক সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে।
  • 2013 সালে দেব Calcutta Times Most Desirable Men তালিকার শীর্ষে ছিলেন।

  • দেব ডান্স বাংলা ডান্স শোয়ের অষ্টম সিজনে প্রধান বিচারকের ভূমিকায় ছিলেন।

  • দেব অনেক বিজ্ঞাপনেও কাজ করেছেন যেমন রয়েল স্ট্যাগ, ভিভেল-আইটিসি লিমিটেড, শ্রীকন টি এম টি বার, বেকফ্রেশ বিস্কুট ইত্যাদি ইত্যাদি।
  • দেব 2014 এবং 2019 এর লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেন।
  • দেব একজন পশুপ্রেমী।

Frequently Asked Questions

প্রশ্নঃ দেবের জন্ম কোথায়?
উত্তরঃ কেশপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত

প্রশ্নঃ দেব কবে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ 25 ডিসেম্বর 1982

প্রশ্নঃ দেবের প্রথম সিনেমার নাম কি?
উত্তরঃ অগ্নিশপথ (2006)

প্রশ্নঃ দেব কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত?
উত্তরঃ তৃণমূল কংগ্রেস

প্রশ্নঃ দেবের বয়স কতো ?
উত্তরঃ 41 বছর (1-1-2024 অনুযায়ী)

আরও পড়ুন :

  • জিৎ এর জীবন পরিচয়
  • রুক্মিণী মৈত্রের জীবন পরিচয়

Post a Comment

0 Comments